রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ১৪৯ জনকে আসামি করে ৪ টি মামলা দায়ের করা হয়েছে শাহবাগ ও পল্টন থানায়। সেই সাথে এই ঘটনায় এ পর্যন্ত ১৩ জন গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে, গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে প্রেস ক্লাব সংলগ্ন সচিবালয় মোড়, মতিঝিল, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং শাহবাগ এলাকায় বাসে আগুন দেওয়া হয়।
এদিকে, সিসিটিভির ফুটেজে দেখা গেছে, নয়া পল্টনে কর কার্যালয়ের সামনে একটি সরকারি বাসে আগুন দিয়ে দৌড়ে পালাচ্ছেন দুই ব্যক্তি। পরে কর কার্যালয়ের কর্মচারীরা এসে বাসের ওই আগুন নেভান।
আনন্দবাজার/এইচ এস কে




