অবশেষে পাসপোর্ট নিয়ে স্পেন প্রবাসী বাংলাদেশিদের সকল অভিযোগের অবসান। প্রায় বছর খানিক আটকে থাকার পর পাসপোর্ট হাতে পেল স্পেন প্রবাসীরা।
গতকাল বুধবার (১১ নভেম্বর) এই পাসপোর্টগুলো বাংলাদেশ থেকে স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে পৌঁছায়। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমিনের সরাসরি হস্তক্ষেপে পাসপোর্ট অধিদপ্তরের ডিজি মেজর জেনারেল আইয়ূব আলীর সার্বিক তদারকি, বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ স্পেনের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকারের নিরলস প্রচেষ্টায় এই পাসপোর্টগুলো প্রবাসীদের নিকট প্রেরণের জন্য প্রস্তুত করে বাংলাদেশ দূতাবাসে।
এর আগে বাংলাদেশি পাসপোর্ট না পাওয়ায় অনেকের স্প্যানিশ রেসিডেন্ট কার্ড রিনিউ করতে পারছিলেন না। এতে করে অনেকের অবৈধ হয়ে যাওয়ার সম্ভাবনায় ছিল।
এদিকে পাসপোর্টগুলো বাংলাদেশ থেকে স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে পাঠানোর খবর পাওয়ার পরই প্রবাসীরা আনন্দে পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানায়।
আনন্দবাজার/এম.কে