শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ১০ জনের কারাদণ্ড

ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের লাঠিয়ামারী বালুর ঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির সময় ভ্রাম্যমান আদালত ১০ জনকে আটক করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।

বৃহস্পতিবার সকালে ব্র‏হ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন অভিযান চালিয়ে ১০জনকে আটক করে প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

দন্ড প্রাপ্তরা হলেন, আসাদুল্লাহ (৪৬), হিমেল (২০), রনি (২৪), মনোয়ার হোসেন (২২), জালাল উদ্দিন (৩৫), বোরহান উদ্দিন (২২), সুরুজ মিয়া (৩২), রাসেল মিয়া (২৩), এমদাদুল (৩৪) ও সোহাগ (২১)।
উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন বলেন, ব্র‏হ্মপুত্র নদে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে এমন খবরে নদীতে অভিযান চালিয়ে ১০জনকে আটক করা হয়। আটককৃতদের ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১১ ধারায় তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আনন্দবাজার/শাহী/তারেক

আরও পড়ুনঃ  বিনোদনের দুয়ার খুলবে বঙ্গবন্ধু শিশু পার্ক

সংবাদটি শেয়ার করুন