ঢাকা | মঙ্গলবার
১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকার সাথে উত্তর-দক্ষিণের রেল চলাচল স্বাভাবিক

ঢাকার সাথে উত্তর-দক্ষিণের রেল যোগাযোগ স্বাভাবিক। প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে। জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোর ৩ টায় লাইনচ্যুত বগি উদ্ধার করার পর এই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোহাম্মদ শাহীদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বুধবার (১১ নভেম্বর) রাতে পাবনার ঈশ্বরদীর মাঝগ্রাম স্টেশনে ফাইভ আপ মেইল ট্রেন লাইনচ্যুত হওয়ায় এ রুটে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এই বিষয়ে ঈশ্বরদী জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জন কুমারবলেন, গতকাল বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ঈশ্বরদী হয়ে চাঁপাইনবাবগঞ্জগামী ফাইভ আপ মেইল ট্রেনের ইঞ্জিনসহ ৩ টি বগি লাইনচ্যুত হয়।ফলে এ কারণে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় গতকাল বুধবার রাতেই পাকশী বিভাগীয় রেলওয়ের পক্ষ থেকে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে রেললাইন স্বাভাবিক হলে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭৬৪ নম্বর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদীর মুলাডুলি থেকে খুলনার দিকে ছেড়ে যায়। সেই সাথে অন্যান্য ট্রেনগুলোও স্বাভাবিকভাবে চলছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন