ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পুরোদমে শুরু হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ

নভেল করোনা ভাইরাসের ধাক্কা সামলিয়ে পুরোদমে শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়াল সড়কের নির্মাণ কাজ।কর্তৃপক্ষ জানিয়েছে ২০২১ এর ডিসেম্বরে এয়ারপোর্ট থেকে তেজগাঁও পর্যন্ত উড়াল সড়ক চালু করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

তবে বিশেষজ্ঞদের মধ্যে তেজগাঁও থেকে কুতুবখালী পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা আছে।

রাজধানীর যানজট নিরসনে সরকারি-বেসরকারী অংশিদারিত্বে সবচেয়ে বড় পিপিপি প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এ প্রকল্পের চুক্তি স্বাক্ষর হয় ২০১৩ সালে। বাস্তবায়নের লক্ষ্য ছিলো ২০১৮ সাল। পরে তা বাড়ানো হয় ২০২২ সাল পর্যন্ত।

প্রকল্পের প্রথম অংশে কাজ শেষ হয়েছে ৫৬ শতাংশ। বনানী থেকে তেজগাঁও পর্যন্ত দ্বিতীয় অংশে কাজ শুরু হলেও তেজগাঁও থেকে কুতুবখালী পর্যন্ত ভূমি অধিগ্রহণ শেষ হয়েছে মাত্র।

প্রকল্প পরিচালক এস এম আক্তার বলেন, ২০২১ এর ডিসেম্বরের মধ্যে আমরা তেজগাঁও পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত করতে পারবো এবং পুরো কাজটা ২০২৩ এর জুন পর্যন্ত যে টার্গেট আছে আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।

প্রকল্পটি শেষ হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুতুবখালি পর্যন্ত নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত হবে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন