ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অবকাঠামোগত উন্নয়নের দাবি ব্যবসায়ীদের

পণ্য আমদানি-রফতানির অন্যতম স্থলপথ দিনাজপুরের হিলি স্থলবন্দর। বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম গতিশীল ও রাজস্ব আহরণ বাড়াতে বন্দরের অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছে ব্যবসায়ীরা।

গতকাল বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের (বিএসবিকে) সদস্য (ট্রাফিক) ও যুগ্ম সচিব ড. শেখ আলমগীর হোসেন স্থলবন্দর পরিদর্শনকালে ব্যবসায়ীদের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রমসহ বিভিন্ন অপারেশন কার্যক্রম ও অবকাঠামো পরিদর্শনের পর তিনি বন্দরের সভাকক্ষে আমদানি-রফতানিকারক সিঅ্যান্ডএফ এজেন্ট, বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্মকর্তাদের নিয়ে বৈঠকে মিলিত হন।

বৈঠকে বন্দরের ব্যবসায়ীরা জানান, বন্দরের প্রধান সড়কটি অপ্রশস্ত হওয়ার কারণে প্রায়ই যানজটের কবলে পড়ে বন্দরের আমদানি কার্যক্রম ব্যাহত হয়। এ কারণে সড়কগুলো প্রশস্তকরণ, বন্দরের ভেতরের জায়গাস্বল্পতার কারণে পণ্যজট সৃষ্টি হওয়ায় বন্দরে নতুন জমি অধিগ্রহণ ও বন্দরের ভেতরে নতুন ওজন স্টেশন নির্মাণ, শেড নির্মাণ এবং নতুন এক্সিট গেট নির্মাণের দাবি জানান।

এ সময় তিনি ব্যবসায়ীদের দাবি করা বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন