যশোরের শার্শা সীমান্ত থেকে প্রায় দেড় কোটি টাকার চন্দন কাঠসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। তবে এ সময় পাচারকারীদের কাউকে আটক করতে পারেনি বিজিবি।
জানা গেছে, গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে শার্শার নাভারন সাতক্ষীরা মোড় থেকে ২৬ মণ চন্দন কাঠের এ চালানটি জব্দ করে বিজিবি।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার শহিদুল ইসলাম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে জরুরি ওষুধ সরবরাহ লেখা একটি কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ ভারতীয় চন্দন কাঠ পাচার হচ্ছে।
পরে বিজিবি অভিযান সাতক্ষীরা মোড় থেকে কাভার্ড ভ্যানটি আটক করে। আটকের কাভার্ড ভ্যান তল্লাশি করে ২৬ মণ চন্দন কাঠ পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। জব্দকৃত চন্দন কাঠ বেনাপোল কাস্টমস আটক শাখায় জমা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
আনন্দবাজার/এইচ এস কে