ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

একদিনে মৃত্যু ২৫, শনাক্ত ১৬৮৩ জন

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৫ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯২ জনে। এ সময়ে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬৮৩ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা হয়েছে ৪ লাখ ২১ হাজার ৯২১ জন।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও এক হাজার ৬২৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনা থেকে মোট সুস্থ হয়ে উঠেছেন তিন লাখ ৩৯ হাজার ৭৮৬ জন।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন