ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী ৫ বছরের মধ্যে আলুতে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

নতুন প্রজাতির আলুর বীজ সরবরাহের মাধ্যমে আগামী ৫ বছরের মধ্যে আলুতে স্বনির্ভরতা অর্জন করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান কৃষিবিদ সায়েদুল ইসলাম। এছাড়া দেশে প্রতি বছর ৩০ লাখ টন আলু উৎপাদন করা হলে এ অর্জন আরও সহজ হবে বলেও মনে করেন তিনি।

রবিবার (৮ নভেম্বর) সকালে বিএডিসির উদ্যোগে ‘বীজ আলু উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, মান নিয়ন্ত্রণ ও বালাই ব্যবস্থাপনা’ শীর্ষক চাষিদের দুদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএডিসির চেয়ারম্যান বলেন, ২০২৩ সালে মধ্যে দেশ পেঁয়াজ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ হবে। সেই অনুযায়ী রোডম্যাপ তৈরি করা হয়েছে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন