ঢাকা | বুধবার
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

রাজধানীর শাহবাগে বিক্ষোভ করছেন দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা। রবিবার বেলা ১১টার পর থেকে সেশনজটমুক্ত মেডিকেল শিক্ষাবর্ষের দাবিতে সড়ক অবরোধ করে তারা এই বিক্ষোভ করছেন।

এতে সকাল থেকেই আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়। কাঁটাবন, শাহবাগ এবং বাংলামোটর অভিমুখী সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- অনতিবিলম্বে সেশনজট দূর করতে অনলাইন ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া, প্রফ পরীক্ষা না নেওয়া, বেসরকারি মেডিকেল কলেজে ৬০ মাসের বেশি বেতন না নেওয়া ও মহামারির সময় পরীক্ষা দিতে গিয়ে আক্রান্ত হলে দায়ভার কর্তৃপক্ষকে নেওয়া।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। এতে করে অনিশ্চয়তায় পড়েছেন শিক্ষার্থীরা।

আনন্দবাজার/ডব্লিুউ এস

সংবাদটি শেয়ার করুন