রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

‘সমবায়ের মাধ্যমে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে হবে’

সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে আরও সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে সমবায় ভিত্তিক কার্যক্রমে অধিক গুরুত্ব প্রদান করতে হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শনিবার ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ এর যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

ফরহাদ হোসেন বলেন, বিশ্বের বিভিন্ন দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ের ব্যাপক ভূমিকা রয়েছে। দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে সমবায় কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে।

তিনি বলেন, কৃষিভিত্তিক সমবায় দেশের আর্থ-সামাজিক উন্নয়নে করে চলেছে। কৃষির পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও সমবায় কার্যক্রমকে শক্তিশালী করতে হবে।

আনন্দবাজার/ডব্লিুউ এস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  আজ দেশে পৌঁছবে আরও ৫০ লাখ টিকা

সংবাদটি শেয়ার করুন