নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনার পাইকগাছায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা চত্ত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে পরিষদ মিলনায়তনে রাড়ুুলী সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ও পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনা সভা করা হয়। যেখানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আরাফাতুল আলম।
বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান লিপিকা ঢালী, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা বেগম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা বেনজীর আহমদ।
সমবায়ী পঞ্চানন সানার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি এড. মোর্ত্তজা আলমগীর রুলু, পাইকগাছা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমদ, সমবায়ী বিদ্যুৎ কুমার বিশ্বাস, ইব্রাহিম গাজী, ইলিয়াস হোসেন, শেখ মিজানুর রহমান মিজান, আব্দুল গফ্ফার মোড়ল, দ্বীজেন্দ্র নাথ মন্ডল, দীপন জোয়াদ্দার, মিনারুল ইসলাম, হেকমত আলী সরদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক।
আনন্দবাজার/শাহী/ইমদাদ