সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড

কুমিল্লার বরুড়া উপজেলার দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নগদ ষাট হাজার টাকা সহ পুরো দোকান পুড়ে ছাই। এতে দোকানের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (৭ নবেম্বর) সকালে কুমিল্লার বরুড়ার ৪নং দক্ষিণ খোশবাস ইউনিয়নের শিয়ালদাইর গ্রামে মোঃ নেছার উদ্দিনের দোকানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে নেছার উদ্দিন দোকান খোলার পর হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ব্যপকভাবে অগ্নিকান্ড ঘটে। খবর পেয়ে বরুড়া ফায়ার সার্ভিসের ইউনিট আসার পূর্বে স্থানীয়রা নিভিয়ে ফেলে।

দোকানে নগদ ষাট হাজার টাকা ছিলো অগ্নিকান্ডের ঘটনায় নগদ টাকা দোকানের মালামালসহ সিলিন্ডার পুড়ের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বরুড়া ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আমরা যাওয়ার আগে এলাকাবাসি আগুনে নিভিয়ে ফেলে। প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আনন্দবাজার/শাহী/বাশার

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ঝড়-বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

সংবাদটি শেয়ার করুন