ঢাকা | বুধবার
২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

অনিশ্চিয়তায় ২৫ হাজার প্রবাসীর মালয়েশিয়ায় ফেরা

অনিশ্চিত হয়ে পড়েছে দেশে আটকে পড়া ২৫ সহস্রাধিক বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মালয়েশিয়ায় ফেরা। শীঘ্রই তাদেরকে প্রবেশ করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার সরকার।

গতকাল বুধবার মালয়েশিয়ার সিনিয়র মন্ত্রী (প্রতিরক্ষা) দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব বলেছেন, কোভিড-১৯ মহামারির কারণে অভিবাসন নীতিতে নিষেধাজ্ঞা বলবত্ থাকায় বাংলাদেশ থেকে প্রবাসী কর্মীদের এ মুহূর্তে মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হবে না। বিদেশিদের জন্য মালয়েশিয়ার সীমান্ত বন্ধ রয়েছে।

তিনি বলেন, সরকার বিদেশি কর্মীদের প্রবেশের অনুমতি দেবে না, যদি না তাদের অভিবাসন বিভাগের অনুমতি না থাকে। করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে আসলে তখন নতুন করে অভিবাসন নীতি ঘোষণা করা হবে। ততদিন পর্যন্ত বিদেশিরা প্রবেশের অনুমতি পাবে না।

গত ১৩ অক্টোবর থেকে করোনা মোকাবেলায় দেশটির রাজধানী কুয়ালালামপুর ও সাবাহ রাজ্যসহ দেশের বিভিন্ন এলাকায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া নিজ জেলার বাইরে যাওয়ার ওপরও আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। করোনাভাইরাস আক্রান্তের সংখ্যাধিক্য থাকায় বাংলাদেশসহ বিশ্বের ২৩টি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।

এই তালিকায় বাংলাদেশকে উচ্চপর্যায়ের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করেছে মালয়েশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, আমরা জানতে পেরেছি, কোভিড-১৯ মহামারির কারণে যে ২৩টি দেশে কড়া নিষেধাজ্ঞা রয়েছে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। তাই অনেকে ফিরতে চাইলেও তাদের অনুমতি দেব না।

এ নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশে ফেরত আসা প্রবাসী কর্মীরা আবার কর্মস্থলে ফেরা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এ নীতির আওতায় বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশের নাগরিকরা চাইলে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ থেকে বিশেষ অনুমতিপত্র নিয়ে দেশটিতে প্রবেশ করতে পারবেন।

মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস সতর্ক করে বলেছে, বাংলাদেশে বসবাসরত মালয়েশিয়া প্রবাসীদের কেউ যেন দালালের খপ্পরে না পড়ে বা কারো কথায় প্ররোচিত হয়ে যাওয়ার চেষ্টা না করে।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মহামারির কারণে দেশে এসে আটকে থাকা ২৫ সহস্রাধিক অভিবাসী শ্রমিকের সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশ সরকার ঢাকাস্থ মালয়েশিয়ার হাইকমিশনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন