ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মাস্ক পরা বাধ্যতামূলক করল সরকার

বিশ্বব্যপী মহামারি করোনাভাইরাস সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার।

সম্প্রতি করোনার সম্ভাব্য সংক্রমণ ঠেকাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক নির্দেশনায় বলা হয়েছে মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান এবং মাঠ পর্যায়ে সবার মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে।

বুধবার (৪ নভেম্বর) এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

তথ্য বিবরণীতে আরও জানানো হয়, আসন্ন শীত মৌসুমে দেশে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। এ প্রেক্ষিতে সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান এবং মাঠ পর্যায়ে সকল দপ্তরে ‘মাস্ক ব্যবহার ব্যতীত প্রবেশ নিষেধ’ ‘মাস্ক পরিধান করুন, সেবা নিন’ ইত্যাদি বার্তা ব্যাপকভাবে প্রচারের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন