চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে চকরিয়ায় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ ও এক জনকে আটক করলেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর ) সকাল ১০টায় উপজেলার হারবাং স্টেশনে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ।
জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলা হারবাং বাসষ্ট্যান্ড এলাকায় একশ্রেণির মানুষ মহাসড়ক দখল করে বিভিন্ন স্থানে অবৈধ ব্যবসা পরিচালনা করছেন। এ কারণে মহাসড়কে যানজট দিন দিন বেড়েই চলেছে। তাই নির্বিঘ্নে যান চলাচল করতে মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এবিষয়ে ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ বলেন, কক্সবাজার মহাসড়কের পাশে অবৈধ দখলের প্রতিযোগিতা শুরু করেছেন। সরকারি জায়গা দখল করে দোকান যারা তৈরি করে ২০০/৩০০ টাকার বিনিময়ে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন, আবার যার সামনে দোকান তাকেও জায়গার ভাড়া বাবদ ভাড়া দিতে হবে। দোকানি সেই আলোক সুবিধার জন্যই এখানে দোকান বসিয়েছেন। মূল দোকান উচ্ছেদ করে রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নেয়া হলো। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় চকরিয়া থানার একদল পুলিশ উপজেলা আইসিটি টেকনিশিয়ান এরশাদুল হক উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/শাহী/রাজু