ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গনপিটুনিতে হত্যা ও পোড়ানোর ঘটনায় গ্রেফতার আরও ৬

পবিত্র কোরআন শরিফ অবমাননার অভিযোগ তুলে লালমনিরহাটে শহিদুন্নবী জুয়েল (৫০) নামের ব্যক্তিকে গনপিটুনিতে হত্যা ও পোড়ানোর ঘটনায় আরও ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাত ১টা থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  এর আগে আরও ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত জানান, গ্রেফতার হওয়া আসামিদের সবার বাড়ি পাটগ্রাম উপজেলার বুড়িমারী গ্রামে। নতুন গ্রেফতার ছয় জনের মধ্যে দুই জন এজাহারভুক্ত আসামি এবং ভিডিও ফুটেজ দেখে চার জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করছে না পুলিশ।

মুসলিমদের পবিত্র গ্রন্থ কোরআন শরিফ অবমাননার অভিযোগে গত ২৯ অক্টোবর সন্ধ্যায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের পাশে বুড়িমারী বাজারে জুয়েলকে পিটিয়ে হত্যা করে পুড়িয়ে দেয় উত্তপ্ত জনতা। জুয়েল রংপুর শহরের মৃত আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

 আনন্দবাজার/এহসান

সংবাদটি শেয়ার করুন