ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

উলিপুরে বন্যার্তদের ‘হিউম্যানিট্যারিয়ান এইড কিটস’ বিতরণ

কুড়িগ্রামের উলিপুরে এম. জে. এস. কে. এস বাস্তবায়নে ‘নর্দান বাংলাদেশ ফ্লাড রেসপন্স প্রোগ্রাম’ ২’শ ৫০ বন্যার্ত পবিরারের মাঝে ত্রাণ সামগ্রী হিসাবে ‘হিউম্যানিট্যারিয়ান এইড কিটস’ বিতরণ করেছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার দলদলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সকল এইড কিটস সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলদলিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা জাপা সভাপতি অতিয়ার রহমান মুন্সি।

এছাড়াও উপস্থিত ছিলেন, প্রকল্পের ডেপুটি ডিরেক্টর অমল কুমার মজুমদার, পিসি ভূদেব চন্দ্র সরকার, সেন্ট্রাল মনিটরিং অফিসার মনোয়ার হোসেন, মিহির কুমার দাস প্রমুখ।

জনপ্রতি জরুরী শেল্টার কিট হিসাবে ১টি তারপুলিন/তাবু, ১টি হাত করাত ১টি হাতুড়ি, ১টি প্লাস্টিকের মাদুর, হাউজহোল্ড কিট হিসাবে ২টি কম্বল, ২টি করে বিছানার চাদর, ৫টি ডিনার প্লেট, ১টি বোল, ১টি রান্নার পাত্র, ২টি বড় চামচ, ১টি জগ, ২টি গ্লাস এবং হাইজিন কিট হিসাবে গোসল করা, সাবান ৪টি, কাপড়ের মাস্ক ৫টি, টুথব্রাশ ৫টি, ডিটারজেন্ট পাউটার ৫’শ গ্রাম, বাসন পরিস্কারের সাবান ১’শ গ্রাম ৩ প্যাকেট করে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

আনন্দবাজার/শাহী/হাফিজ

সংবাদটি শেয়ার করুন