ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস অনুষ্ঠিত

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে ফেনীতে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

“আমার রক্তে শত ধমনিতে আনবে নতুন প্রাণ, অন্ধ আঁখিতে রশ্মি জ্বালাতে করবো দৃষ্টি দান” এ স্লোগানকে সামনে রেখে এবছর সারাদেশে দিনটি উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সোমবার জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ফেনীর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সাজ্জাদ হোসেন মিলনায়তনে আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজি, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, ফেনী সরকারি কলেজের অধ্যাপক বিমল কান্তি পাল প্রমুখ।

এসময় বক্তারা স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার আহবান জানান। পরে জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

আনন্দবাজার/শাহী/সিদ্দিক

সংবাদটি শেয়ার করুন