ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাণীশংকৈলে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (২ নভেম্বর) দুপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ী আনোয়ার হোসেন (৩৭) কে ভ্রাম্যমাণ আদালত পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসুমী আফরিদা। জানা গেছে দীর্ঘদিন ধরে উপজেলার মোস্তাক ভাটা সংলগ্ন কুলিক নদীতে আমজুয়ান গ্রামের হাসিম উদ্দিনের ছেলে আনোয়ার অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন। অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল আইন ২০১০ এর ১৫/১ ধারায় তাঁকে এ জরিমানা করা হয়।

আনন্দবাজার/শাহী/কবির

সংবাদটি শেয়ার করুন