ঢাকা | শুক্রবার
২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গুজবে কান দেবেন না

গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর। রবিবার রাতে এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে গুজব সৃষ্টিকারী সম্পর্কে কোনো খবর পেলে তা অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য পরামর্শ দেয়া হয়েছে।

তথ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “যে কোনো রকমের গুজব বা উসকানিমূলক বক্তব্যে কান না দেওয়ার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। গুজব সৃষ্টিকারী সম্পর্কে কোনো তথ্য পেলে তা অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার সবসময় কঠোর।”

ধর্ম অবমাননার অভিযোগ এনে লালমনিরহাটের বুড়িমারীতে একজনকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা এবং কুমিল্লার মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষাপটে সরকারের এই হুঁশিয়ারি এলো।

সূত্র: বাসস

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন