সরকারের সহযোগিতার মাধ্যমে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তবে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ কোনোভাবেই ৫৫ টাকার নিচে নামিয়ে আনা সম্ভব নয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ রবিবার রাজধানীর পুরান পল্টনে অর্থনীতি বিটের সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২০ প্রদানকালে একথা বলেন টিপু মুনশি।
তিনি বলেন, গেল বছর পেঁয়াজের বাজারে অস্থিরতা ছিল। সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবছর আগে থেকেই আমরা প্রস্তুত ছিলাম। সংকট সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে সরকারের সহযোগিতায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ব্যবসায়ীদের লাভ, আমদানিকারকদের কমিশনসহ সব খরচ যোগ করে প্রতি কেজি পেঁয়াজের দাম ভোক্তা পর্যায়ে কোনোভাবেই ৫৫ টাকার নিচে নামিয়ে আনা সম্ভব নয়।
তিনি আরও বলেন, আমাদের চাহিদার তুলনায় ৮ থেকে ৯ লাখ মেট্রিকটন পেঁয়াজের ঘাটতি রয়েছে। প্রতি বছর সেপ্টেম্বরে এ ঘাটতি দেখা দিয়ে থাকে। যার ৯০ শতাংশ চাহিদা পূরণ করে প্রতিবেশী দেশ ভারত থেকে। কিন্তু দেশেটিতেও পেঁয়াজের ঘাটতি দেখা দিয়েছে।
আনন্দবাজার/এম.কে