ফেনীর ফুলগাজীতে মহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়ছে অন্তত ১৩টি গ্রাম। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে গেছে। ফলে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে স্থানীয়রা।
জানা গেছে, গতকাল শনিবার বিকেলে মুহুরী নদীর পানি বিপৎসীমার ২৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
স্থানীয়রা জানিয়েছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে পাহাড়ি ঢলের পানি কারণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যায়। ফলে ভাঙা স্থানগুলো দিয়ে প্রবল বেগে পানি ঢুকছে ফুলগাজী সদর ইউনিয়নের গ্রামগুলোতে। আকস্মিক এই বন্যায় একেবারেই দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয়রা। বিস্তীর্ণ এলাকার ফসলি জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট, পুকুর ভেসে গেছে।
এর আগেও গেল জুলাই মাসেও মুহুরী নদীর ৬টি জায়গায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পরশুরাম এবং ফুলগাজী উপজেলার ১৩টি গ্রাম প্লাবিত হয়েছিল।
আনন্দবাজার/এইচ এস কে




