ঢাকা | বৃহস্পতিবার
১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মহানবী (সাঃ)-কে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মোল্লাহাটে বিক্ষোভ

ফ্রান্সে মহানবী(সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় মোল্লাহাট উপজেলার গাংনী ওলামায়ে কেরাম পরিষদ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

শনিবার বাদযোহর গাংনী হাইস্কুল মাঠে দলে দলে ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন। পরে বিক্ষোভ মিছিলটি গাংনী বাজার থেকে শুরু করে নগরকান্দি বাজার প্রদক্ষিণ করে নগর কান্দি সপ্তপল্লী হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে হাজার হাজার মুসল্লিরা অংশগ্রহণ করেন।

মিছিল শেষে প্রতিবাদ সভায় গাংনী ইউনিয়ন ওলামায়ে কেরাম এর সভাপতি গাংনী মাদ্রসার মুহতামিম মাওলানা মুফতি হেদায়েদউল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য দেন গাংনী ওলামায়ে কেরাম এর সাধারণ সম্পাদক মাওলানা মুরাদ আহমেদ,সহ-সাধারণ সম্পাদক হাঃ মাওলানা ইমদাদুল হক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আব্দুল ওয়াহিদ, সদস্য হাঃ সরোয়ার হোসেন, সদস্য মাওলানা মুফতি জাকারিয়া প্রমূখ।

বক্তারা এসময় ফ্রান্সের সকল পন্য বয়কটের আহবান জানিয়ে বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তারা বলেন অবিলম্বে ফ্রান্সের প্রধাম মন্ত্রীকে মুসলিম জাতীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ সারা দেশে চলবে। পরে বিশ্বশান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আনন্দবাজার/শাহী/শাহিন

সংবাদটি শেয়ার করুন