অপরাধ দমনে সমাজের বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে পুলিশের সহায়ক হিসেবে কাজ করছে। নারী নির্যাতন, জঙ্গিবাদ, সন্ত্রাস দমন ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণসহ জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শ্রীপুর উপজেলা মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানিয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ এসব কথা বলেন।
‘মুজিববর্ষের মূলমন্ত্র- কমিউনিটি পুলিশিং সর্বত্র’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় শনিবার জেলার বিভিন্ন স্থানে কমিউনিটি পুলিশিং ইউনিটের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা হল রুমে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিংয়ের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মো: মাসুদ আলম ভাঙ্গীর হাতে জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিংয়ের সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ ও বিশেষ অতিথি গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার ইমাম হোসেনের সভাপতিত্বে এবং পৌর কমিউনিটি পুলিশিং এর সভাপতি মাহবুবুর রহমানের স ালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. শামসুল আলম প্রধান, নির্বাহী অফিসার তাসলিমা মোস্তারী, উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ফকির, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মো: মাসুদ আলম ভাঙ্গী, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবীর হিমু ও পৌর কমিউনিটি পুলিশিংয়ের সম্পাদক সম্পাদক মোশারফ হোসেন দিপু প্রমূখ।
নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কমিউনিটি পুলিশ। গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সনাতন অপরাধের বাইরেও দেশব্যাপী কমিউনিটি পুলিশিং কাজ করছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মো: মাসুদ আলম ভাঙ্গী বলেন, মাননীয় সংসদ সদস্যের ইচ্ছা ‘শান্তির্পর্ণ ও মানবিক শ্রীপুর গড়ার’। তাঁর ইচ্ছার প্রতিফলন ঘটাতে মাদক, সন্ত্রাস ও দখলদার মুক্ত করতে পুলিশকে সহায়তা করছে শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশ।
আনন্দবাজার/শাহী/সবুজ