ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরে কমিউনিটি পুলিশিং-ডে অনুষ্ঠিত

“মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সবত্র” এই স্লোগানকে সামনে রেখে র‍্যালি ও আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠিতে) কমিউনিটি পুলিশিং-ডে ২০২০ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকালে নেছারাবাদ (স্বরূপকাঠি) থানা পুলিশ কতৃর্ক নেছারাবাদ থানা প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নেছারাবাদ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন।

নেছারাবাদ থানার এস আই মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও মো. মোশারেফ হোসেন, পৌর মেয়র গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এ্যাড. এস এম ফুয়াদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রনী দত্ত, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সিকদার, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী সাইফুদ্দিন তৈমুর, ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর, ইউপি সদস্য সোহেল পারভেজ প্রমুখ। এসময় এলাকার মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, স্থানীয় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর পূর্বে থানা প্রাঙ্গন থেকে এক বর্নাঢ্য র‍্যালি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

আনন্দবাজার/শাহী/মিজানুর

সংবাদটি শেয়ার করুন