ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে ভারতীয় হ্যাকারদের সাইবার হামলা

বাংলাদেশে সাইবার হামলা চালিয়েছে ভারতীয় একটি হ্যাকার কমিউনিটি। গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ওয়েবসাইটে এ হামলা চালায় ‘ইন্ডিয়ান আন্ডারগ্রাউন্ড হ্যাকার’ নামের ভারতীয় একটি হ্যাকার দল।

রাবিপ্রবি’র ওয়েবসাইট ‘https://rmstu.edu.bd’ হ্যাক করে GH057_5P3C706 নামের হ্যাকার দলটি এ আক্রমণ করেছে বলে ওয়েবসাইটে প্রদর্শন করে।

এর আগে বাংলাদেশের ‘সাইবার ৭১’ সহ বিভিন্ন দেশের হ্যাকার কমিউনিটি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ফ্রান্সের বেশ কিছু বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশে সাইবার হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

রাবিপ্রবির ওয়েবসাইট হ্যাক করে ইন্ডিয়ান আন্ডারগ্রাউন্ড হ্যাকাররা জানিয়েছে, সকল মুসলিম হ্যাকারদের জন্য এটি কেবলমাত্র একটি সতর্কতা। ফ্রান্স এবং ভারতীয় সাইবার স্পেসে হ্যাকিং বন্ধ করুন। অন্যথায় আপনারা সবচেয়ে খারাপের মুখোমুখি হবেন।

গত ২৪ অক্টোবর মধ্যরাতের পর থেকে ফ্রান্সে সাইবার হামলা চালানো হয় বলে সাইবার ৭১ কমিউনিটির কয়েকজন সদস্য জানান। এতে বাংলাদেশি হ্যাকার কমিউনিটি ‘সাইবার ৭১’ সহ বিভিন্ন দেশের হ্যাকারদের ক্রমাগত আক্রমণে বিপর্যস্ত হয়ে যায় ফ্রান্সের বিভিন্ন ওয়েবসাইট। ফলে বাধ্য হয়ে দেশটিতে জরুরি সাইবার সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয়।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন