ঢাকা | বৃহস্পতিবার
২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা সেতুতে ৩৫তম স্প্যান বসছে আজ

পদ্মা সেতুর ৩৫তম স্প্যান বসছে আজ। আবহাওয়া ঠিক থাকলে আজ শনিবার (৩১ অক্টোবর) সেতুর মাওয়া প্রান্তে ৮ ও ৯ নম্বর পিয়ারের ওপর স্প্যানটি। এটি বসানো হলে সেতুর দৃশ্যমান হবে মোট ৫ হাজার ২৫০ মিটার।

জানা গেছে,  নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল শুক্রবার স্প্যানটি বসানোর কথা ছিল। কিন্তু পদ্মা নদীতে চর পড়ে সৃষ্টি হয়েছে নাব্য সংকট। ফলে যেখানে বর্ষা মৌসুমে পানি ছিল ১৩০ ফুট থেকে ১৫০ ফুট, সেখানে পানি কমে হয়ে গেছে মাত্র ৭ ফুট। তাই গেল ২ দিন ড্রেজিং করে গভীরতা বৃদ্ধি করা হয়েছে। যে ক্রেনটি কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যান বহন করে পিয়ারের কাছে নিয়ে যায় বসানোর জন্য, সেটি চলতে কমপক্ষে ১২ ফুট গভীরতার পানি লাগে।

 ১৫০ মিটার দৈর্ঘ্যের ২-বি স্প্যান নিয়ে মুন্সীগঞ্জের মাওয়ার কুমারভোগে অবস্থিত কনস্ট্রাকশন ইয়ার্ডের থেকে রওনা দেবে শনিবার (৩১ অক্টোবর) সকালে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে দুপুরের মধ্যে স্প্যানটি পিয়ারে বসানো যাবে।

উল্লেখ্য, চলতি অক্টোবর মাসেই বসানো হয়েছে ৩টি স্প্যান। মোট বসানো হয়েছে ৩৪টি স্প্যান। আর বাকি ৭টি স্প্যান বসানোর কাজ। মনে করা হচ্ছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সব স্প্যান বসানোর কাজ শেষ হবে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন