ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লালমনিরহাটে যুবককে হত্যা ও পোড়ানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন

কোরআন অবমাননার অভিযোগে লালমনিরহাটের বুড়িমারীতে যুবককে পিটিয়ে হত্যার পর আগুনে পোড়ানোর ঘটনায় গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক আবু জাফর।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শহিদুন্নবী জুয়েল। সে রংপুর শহরের শালবন মিস্ত্রীপাড়া এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। জুয়েল রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। গত বছর চাকরিচ্যুত হওয়ায় সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিল বলে জানা গেছে।

আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া র‍্যাবের পক্ষ থেকেও ছায়া তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে।

পাটগ্রাম থানার ওসি সুমন্ত কুমার মোহন্ত জানান, এ ঘটনায় নিহতের পরিবার, পুলিশের ওপর হামলা ও ইউনিয়ন পরিষদ ভাঙচুরের দায়ে পৃথক তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অপরাধীদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, এ ঘটনায় মামলা করা হচ্ছে। একই সঙ্গে ঘটনা তদন্তে তিন দিনের সময় দিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন