ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে জাতিসংঘের আপত্তি

রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে রাজি নয় জাতিসংঘ। রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়ার ব্যাপারে আপত্তি থাকলেও রাজি ডব্লিউএফপি। এই ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংস্থাটি তাদের মত দিয়েছেন।

তবে জাতিসংঘের বাংলাদেশ প্রধান জানান, এখনও কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তারা। এদিকে, নভেম্বরের শুরুতেই কিছু রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করতে চায় সরকার।

জানা গেছে, ২০১৭ সালের আগে-পরে এখন পর্যন্ত মিলিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজারে ঠাঁই নিয়েছে, ১১ লাখের বেশি রোহিঙ্গা। ফলে কক্সবাজারের পরিবেশগত ক্ষতির পাশাপাশি স্থানীয়দের সঙ্গে প্রায়ই ঘটছে সংঘাতের ঘটনা। এতে কিছু রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়, সরকার।

কিন্তু, রোহিঙ্গাদের অনিচ্ছা ও জাতিসংঘের আপত্তির কারণে, এখনও ঝুলে আছে ব্যাপারটি। যদিও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলছেন, ইউএনএইচসিআর এর আপত্তি থাকলেও, রাজি হয়েছে ডব্লিউএফপি।

জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী মিয়া সেপ্পো বলেন, ভাসানচরে স্থানান্তরে এখনও নিষেধ করেনি তারা। তবে পরিবেশগত সম্ভব্যতা যাচাইয়ের পরই এই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আগামী মাসের মধ্যে কিছু রোহিঙ্গাকে ভাষানচরে নিতে যেতে চায়, সরকার।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন