ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা

হেমন্তের শুরুতে দেশে নামতে শুরু করেছে শীত। রাজধানীতেও দেখা মিলছে হালকা কুয়াশা ও শিশিরের। তবে রাজধানীতে এখনও গ্রামের মতো ততটা শীত অনুভব করা যাচ্ছে না। শেষ রাতে হালকা শীত থাকলেও সকালের সূর্যের তাপে মিলিয়ে যাচ্ছে শীত শীত ভাব।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজকে রাজধানীর তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজকে সারাদিন আকাশ পরিষ্কার থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম/পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে। সামান্য বৃদ্ধি পেতে পারে দিনের তাপমাত্রা।

এদিকে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ শেষ হওয়ার পর প্রকৃতি শান্ত রয়েছে। আপাতত দেশের অভ্যন্তরে কোথাও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলে নদী বন্দরগুলোতে কোনো সতর্কতা সংকেত নেই।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন