ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে বিশ্ব বসতি দিবস পালিত

‘সবার জন্য আবাসন, ভবিষ্যতের নগর উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ পৌরসভা ও ব্রাকের আয়োজনে পৌরসভা চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে ঝিনাইদহ পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, বাংলাদেশ কাউন্সিলের সভাপতি সাইফুল ইসলাম, প্যানেল মেয়র জাহিদুল ইসলাম, ফারহানা রেজা, পৌর সচিব মুসতাক আহম্মেদ, ব্রাক কর্মকর্তা রোকেয়া বেগমসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

এসময় বক্তারা, নগর তথা দেশের উন্নয়নে সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

আনন্দবাজার/শাহী/বুরহান

সংবাদটি শেয়ার করুন