ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে বিচ্ছিন্ন অবৈধ গ্যাস সংযোগ

গাজীপুরে বিচ্ছিন্ন করা হয়েছে অবৈধ গ্যাস সংযোগ। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত তিতাস গ্যাস কর্তৃপক্ষের (জোবিঅ-জয়দেবপুর) উদ্যোগে এবং গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের নেতৃত্বে অবৈধ গ্যাস পাইপ লাইন বিচ্ছিন্নকরণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তিতাস গ্যাসের (জোবিঅ-গাজীপুর) ব্যবস্থাপক মো. সুরুয আলম, মো. মোশাররফ হোসেন (রাজস্ব), প্রকৌ. মির্জা শাহনেওয়াজ লতিফ, উপ-ব্যবস্থাপক আবদুুল্লাহ হাসান আল মামুন, বিক্রয় সহকারী এস এম আনোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. সাবিনুর রহমান, রাজস্ব উপশাখার সহকারী কর্মকর্তা মো.আব্দুর রাজ্জাক ও মো. ইকবাল হোসেন চৌধুরী, সিনিয়র সুপারভাইজার খান মিজানুর রহমান, প্রকর্মী মো. সামসুল হকসহ টেকনিক্যাল টিম উপস্থিত ছিলেন।

তিতাস গ্যাসের (জোবিঅ-গাজীপুর) ব্যবস্থাপক মো. সুরুয আলম জানান, যারা অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করেছেন ও যারা সাধারণ মানুষকে গ্যাসের প্রলোভন দেখিয়ে গ্যাস দুর্ঘটনা দিকে ঠেলে দিয়েছেন তাদের দ্রুত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এখন থেকে গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় নিয়মিতভাবে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন