ঢাকা | মঙ্গলবার
৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কাপ্তাইয়ে বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা

শুভ বিজয়া দশমীর মধ্যে দিয়ে শেষ হলো সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিবছর বিজয়া দশমীতে কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে আকর্ষনীয় নৌ-র‍্যালি, শোভাযাত্রা সহ বিভিন্ন আনুষ্ঠানিকতা থাকলেও এই বছর করোনা পরিস্থিতির কারণে সেটি বাতিল করা হয়েছে।

গত ২২ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয় ৪ দিন ব্যাপি শারদীয় দুর্গাপুজা যা সোমবার (২৬ অক্টোবর) শুভ দশমীর মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এদিকে কাপ্তাই উপজেলার ৭টি পুজামন্ডপে সুষ্টু, সুন্দর এবং স্বাস্থ্যবিধি মেনে পুজা উদযাপিত হওয়ায় কাপ্তাই উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার সদস্য, গোয়ন্দা সংস্থা এবং প্রতিটি পুজামন্ডপের সকল নেতৃবৃন্দ ও সেচ্ছাসেবকদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছে কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদ।

কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক ভট্টাচার্য জানান, কাপ্তাইের ৭টি পুজামন্ডপে স্বাস্থ্যবিধি মেনে এবং সুন্দর পরিবেশে আয়োজিত হয় শারদীয় দুর্গাপূজা। এবং মা দুর্গার পুজা অর্চনার মাধ্যমে মহামারি করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীর মঙ্গল এবং দেশ ও জাতির কল্যানে প্রার্থনা জানানো হয়। কাপ্তাইের প্রতিটি পুজামন্ডপে সার্বক্ষনিক সুষ্টু, সুন্দর পরিবেশে পুজা উদযাপিত হওয়ায় তিনি কাপ্তাই উপজেলা প্রশাসন সহ সকলের প্রতি ধন্যবাদ জ্ঞ্যাপন করেন।

এদিকে কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু এক বিবৃতিতে সকলকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রতিবছরের ন্যায় এইবার ও কাপ্তাই উপজেলার প্রতিটি পুজামন্ডপে সকলের ঐকান্তিক প্রচেস্টায় এবং সহযোগীতায় সুষ্টু সুন্দর ও নিরাপদ পরিবেশে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হয়েছে। সেইসাথে প্রতিটি পুজামন্ডপে করোনা প্রতিরোধে ছিলো স্বাস্থ্যবিধির ব্যবস্থা। কাপ্তাই উপজেলার প্রতিটি পুজামন্ডপে নিরবিছিন্ন নিরাপত্তা সেবা দেওয়ায় তিনি উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের পক্ষ হতে ধন্যবাদ জানিয়েছেন।

আনন্দবাজার/শাহী/অর্ণব

সংবাদটি শেয়ার করুন