পদ্মায় বিকল্প পথে শুরু হয়েছে ফেরি চলাচল। প্রায় ১২ দিন পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে বিকল্প পথে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরিগুলো পদ্মা নদীর লৌহজং পয়েন্ট হয়ে পদ্মা সেতুর ৩৭-৩৮নং পিলারের মধ্য দিয়ে চলাচল করবে।
জানা গেছে, ড্রেজিংয়ের সহায়তায় এই চ্যানেলটি নতুন করা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। আজ সোমবার (২৬ অক্টোবর) সকাল ৬টায় মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে ছেড়ে যায় ফেরি কিশোরী এবং ফেরি কাকলি। তবে বহরে থাকা সবগুলো ফেরি এখনই চালু করা হচ্ছে না।
ব্যাপারটি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল বলেন গতকাল রবিবার বিকেলে পরীক্ষামূলকভাবে ফেরি কুমিল্লা শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ীর উদ্দেশে ছাড়া হলে ফেরিটি কোন ঝামেলা ছাড়াই পদ্মা পাড়ি দিতে সক্ষম হয়। তাই আজ সকাল থেকে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে এখন ছোট এবং মাঝারি আকারের ফেরিগুলো সীমিত আকারে চলবে।
উল্লেখ্য, নাব্য সংকট এবং চ্যানেল বিপর্যয়ের কারণে কয়েক মাস যাবত ফেরি চলাচল ব্যাহত হলেও গত ১৫ অক্টোবর দুপুর থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে পুরোপুরি বন্ধ হয়ে যায় ফেরি চলাচল।
আনন্দবাজার/এইচ এস কে