জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ও পুলিশ সুপার কুড়িগ্রাম মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম সস্ত্রীক উলিপুরে পুজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নুর- এ- জান্নাত রুমি, উলিপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আল- মাহমুদ হাসান সহ পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷ তারা শারদীয় দুর্গা পুজা মন্ডপ পরিদর্শন শেষে উলিপুরের সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সকল মানুষদের শুভেচ্ছা জানান।
শনিবার (২৪ অক্টোবর) রাতে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম উলিপুর কাচারী পাড়ার গোবিন্দ জিঁউ মন্দিরে শারদীয় দুর্গা পুজা মন্ডপ পরিদর্শনে এসে পুজা আয়োজক কমিটির নেতৃবৃন্দ দের সাথে মতবিনিময় করেন।
এসময় পুলিশ সুপার পত্নী পুলিশ নারী কল্যান সমিতি পুনাক কুড়িগ্রামের সভাপতি শাহরিনা জাহান উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন, করোনার কারনে সরকারি বিধিনিষেধ মেনে এবার শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। জেলা পুলিশ কুড়িগ্রামের পক্ষ থেকে সামাজিক দুরত্ব বজায় ও আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং পুজা মন্ডপ সহ দর্শনার্থীদের নিরাপদ চলাফেরায় সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, কুড়িগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমেন্দ্রনাথ প্রসাদ পান্ডে, উলিপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাঃ সম্পাদক নারায়ন চন্দ্র বর্মন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের উলিপুর উপজেলা সভাপতি পার্থ সারথী প্রমুখ পরিদর্শনে আসা অতিথিদের নারকেলের তৈরি লাড্ডু ও পিঠা পুলি দিয়ে আপ্যায়ন করেন। স্বন্ধার পর আরতি বন্ধ থাকায় আগত অতিথিদের সাথে মতবিনিময় করেন আয়োজকগন। পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ পুজা আয়োজক গন পুজার পরিবেশ ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম কে ধন্যবাদ জানান।
উলিপুর উপজেলা সদর এলাকার মন্দির পরিদর্শনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কুড়িগ্রাম সার্কেল উৎপল কুমার রায়, উলিপুর থানা অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, জেলা গোয়েন্দা সংস্থা ডিবি অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উলিপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত রুহুল আমীন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আবু জাফর সোহেল রানা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রেস মিডিয়ার লোকজন।
আনন্দবাজার/শাহী/হাফিজ