ঢাকা | শুক্রবার
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ভয়াবহ স্মৃতি নিয়ে দেশে ফিরলেন ১১০ নাবিক

লেবাননের বৈরুতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত নৌবাহিনীর জাহাজ ‘বিএনএস বিজয়’ দীর্ঘ আড়াই মাস পরে চট্টগ্রামের নৌঘাঁটিতে এসে পৌঁছেছে। বিস্ফোরণের ভয়াবহ স্মৃতি নিয়ে দেশে ফিরেছেন জাতিসংঘের শান্তি মিশনে নিয়োজিত ১১০ নৌসেনা।

বৈরুত বন্দরে বিস্ফোরণস্থলের মাত্র সাড়ে ৩০০ মিটার দুরত্বে ছিল  “বিএনএস বিজয়”। বিস্ফোরণে জাহাজটির মারাত্তক ক্ষতির পাশাপাশি গুরুতর আহত হয়েছিলেন ২১ জন নৌসেনা।

রবিবার সকালে জাহাজটি চট্টগ্রামের ঈশা খাঁ নৌঘাঁটিতে এসে পৌছায়। পরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল জাহাজটি গ্রহণ করেন এবং বিস্ফোরণে আহত নাবিকদের সাথে কথা বলেন।

ভয়াবহ স্মৃতি নিয়ে দেশে ফিরেছেন জাহাজটির ১১০ জন নাবিক। সবার ভিতরেই ছিল প্রাণে বেঁচে আসার স্বস্তি। অনেক চেষ্টা করেও ভুলতে পারছেন না সেদিনের ঘটনা।

একজন বলেন, আমাদের তিন-চারজন অজ্ঞান হয়ে পড়েছিল। তাদেরকে আমি সরালাম। এর মধ্যে বিশাল ঢেউ এসে জাহাজকে কাঁপিয়ে দিয়েছিলো।

আরেকজন জানান, আমি তো অজ্ঞান হয়ে পড়েছিলাম। জীবনে যে কি দেখলাম, আর কি ছিল।

এক দশকের বেশি সময় যাবৎ লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। বিএনএস বিজয় ক্ষতিগ্রস্ত হওয়ায় রিপ্লেসমেন্ট হিসেবে ৯ আগস্ট পাঠানো হয় “বিএনএস সংগ্রাম”কে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন