ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা ফিরছেন আজ

সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা ফিরছেন আজ। বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে ঘুরতে যাওয়ার পর সেখানে আটকে পড়া পাঁচ শতাধিক পর্যটক। তবে বর্তমানে আবহাওয়া কিছুটা অনুকূলে থাকায় ফিরছেন তারা।

আজ রবিবার (২৫ অক্টোবর) সেন্টমার্টিন থেকে জাহাজে চড়ে কক্সবাজার ফিরবেন পর্যটকরা। এর পর সেখান থেকে যার যার নিজস্ব গন্তব্যে রওনা হবেন সবাই।

জানা গেছে, গেল বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে সেন্টমার্টিনে ভারী বর্ষণ হয়। সাগরে ব্যাপক উত্তাল ওঠে। আবহাওয়া অফিসের হুঁশিয়ারি সংকেত দেওয়ার পর গত বুধবার থেকে কক্সবাজার টেকনাফ সেন্টমার্টিন সমুদ্র পথে সকল ধরনের ট্রলার ও জাহাজ চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। এতে কক্সবাজারের সাথে সেন্টমার্টিন দ্বীপের যোগাযোগ হঠাৎ করে বন্ধ হয়ে যায়। ফলে বুধবার বা তার আগের দিন সেন্টমার্টিনে ঘুরতে যাওয়া পাঁচ শতাধিক পর্যটক আটকা পড়েন।

বিআইডাব্লিউটিএ’র চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক নয়ন শীল জানান, বর্তমানে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় নৌপথে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনে যাবে। সেই জাহাজে করে দ্বীপে আটকে পড়া পর্যটকরা ফিরবেন।

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (উপপরিদর্শক) মো. তারেক মাহামুদ জানান, বেড়াতে এসে বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে আটকে পড়া পর্যটকদের সবসময় খোঁজ রাখা হচ্ছে। তারা সবাই নিরাপদে আছেন। রবিবার জাহাজ চলাচল করলে পর্যটকরা দ্বীপ ত্যাগ করবেন।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন