ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ জনগণের আস্থা অর্জনে সক্ষম : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সিলেটে পুলিশের নির্যাতনে রায়হান হত্যার ঘটনায় মূল আসামি শনাক্ত করা হয়েছে। অতি শিগগিরই তাকে আটক করা হবে।

আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ সরকারের আমলে কোনও অপরাধীই অপরাধ করে পার পাচ্ছে না। তাদের আইনের আওতায় আনা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। শুধু করোনাই নয়, বরং জাতীয় দুর্যোগ যখনই আসে তখনই পুলিশ সামনে এসে দাঁড়ায়।

তিনি বলেন, পুলিশ যেখানেই অন্যায় করেছে বা শৃঙ্খলা ভঙ্গ করেছে; তাদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হয়েছে। কোনও নৈরাজ্য সৃষ্টির জন্য কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। পুলিশের আধুনিকায়নের জন্য যা যা করা প্রয়োজন, তা করা হচ্ছে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সেখানে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। টাঙ্গাইলের ঘাটাইলে নির্ধারিত অনুষ্ঠানে যাওয়ার সময় তিনি সার্কিট হাউজে অবস্থান করেন।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন