ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নীলফামারীতে পুলিশ সুপারসহ ৭ জন করোনা আক্রান্ত

এবার করোনায় আক্রান্ত হলেন নীলফামারীর পুলিশ সুপার মোখলেছুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবিএম আতিকুর রহমান।

বৃহম্পতিবার (২২ অক্টোবর) সন্ধায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের তথ্য মতে তার (এএসপি) করোনা পজেটিভ আসে। এর আগে বুধবার করোনা সংক্রামিত হয়েছেন এসপি মোখলেছুর রহমান।

এছাড়াও এসপির স্ত্রী (৩৭) ও তার ছোট ভাই (২৭) এবং এএসপির স্ত্রীও আক্রান্ত হয়েছেন। তারা সকলেই নিজ নিজ বাসভবনে হোম আইসোলশনে রয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জেলায় ১৬ টি নমুনা পরীক্ষায় নতুন করে ৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। অন্য আক্রান্তরা হলেন, জেলা শহরের সার্কিট হাউস এলাকার এক পুরুষ (৩৩) ও ধনি পাড়ার এক নারী (৩০)।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের এক হাজার ১৪৫ জন। এর মধ্যে সদরে ৬০৬, ডোমারে ৯৪, ডিমলায় ১০০, জলঢাকায় ১৫৪, কিশোরগঞ্জে ৫৯ ও সৈয়দপুরে ১৩২ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন এক হাজার ৮৫ জন। আর মৃত্যুবরণ করেন ২০ জন।

আনন্দবাজার/শাহী/মনন

সংবাদটি শেয়ার করুন