ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মোংলা বন্দরে পণ্য খালাস ব্যাহত

নৌযান শ্রমিকদের ধর্মঘট ও বৈরী আবহাওয়ার কারণে মোংলা বন্দরে পণ্য খালাস ব্যাহত হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়েছে আবহাওয়া অফিস। এদিকে লাগাতার বৃষ্টির কারণে শহরে চলাচল করা অফিসগামী ও খেটে খাওয়া সাধারণ মানুষের সমস্যায় পড়তে হচ্ছে।

নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে হারবাড়িয়া ও বহির্নোঙরে অবস্থানরত সামুদ্রিক জাহাজ থেকে পণ্য খালাস কাজ বন্ধ। এদিকে হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে বন্দরের জেটি এলাকায় পণ্য ব্যাহত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে লঘু চাপ সৃষ্টি হওয়ায় বুধবার রাত থেকে বৃষ্টি এবং সুন্দরবন উপকূল অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। থেমে থেমে হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। দিনের বেলায় সূর্যের দেখা মেলেনি।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ বন্দরে সার, ক্লিংকার, পাথর, গ্যাস, ফ্লাইআ্যাশ, মেশিনারিজসহ ১০টি বাণিজ্যিক জাহাজ এ বন্দরে পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া পণ্যবোঝাই আরও ৩টি নতুন জাহাজ নোঙর করার কথা রয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন