ঢাকা | শুক্রবার
৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

একদিনে মৃত্যু ১৪, শনাক্ত ১৫৮৬ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ১৪ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৬১ জনে। এ সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৫৮৬ জন। এতে দেশে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৪১৬ জন।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে আরও ১ হাজার ৫৩৩ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ৩ লাখ ১২ হাজার ৬৫ জন।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন