বাংলাদেশ-ভারত চেতনার সম্পর্ক, এটা রাজনৈতিক কোনো সম্পর্ক নয়; বহুমাত্রিক সংস্কৃতি ও বাংলাদেশ-ভারত সম্পর্ক শীর্ষক সেমিনারে এ কথা বলেছেন বক্তারা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিশ্বশান্তি ও মানবাধিকার আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এ সেমিনার আয়োজিত হয়।
সেমিনারে ক্রীড়া সংগঠন ও নাট্য ব্যক্তিত্ব ফয়সাল আহসান উল্লাহ’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন, বিশ্বশান্তি ও মানবাধিকার আন্দোলন বাংলাদেশের সভাপতি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফনীন্দ্র সরকার।
সেমিনারে দৈনিক জাগরণ সম্পাদক আবেদ খান জানান, ১৯৭১ সালে ভারতের মানুষ বাংলাদেশিদের যেভাবে গ্রহণ করেছে সেটা যদি অস্বীকার করা হয় তাহলে মানব ধর্মকে অস্বীকার করা হবে। বাংলাদেশ-ভারতের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা চর্চা করতে হবে। আমাদের যে সম্পর্ক তা হাজার বছরের। বাংলাদেশ-ভারত যে সম্পর্ক তা নষ্ট করার জন্য চক্রের অভাব নেই।
সেমিনারে সদস্য সচিব মো: জসিম উদ্দিন জানান, ভারত- বাংলাদেশ’র সম্পর্ক ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাকালীন থেকেই। ভারতের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়। তারই ধারাবাহিকতায় নতুন প্রজন্ম ভারতের সাথে সম্পর্ক যেন আরো গভীর হয় তা সব সময় অব্যাহত থাকবে।
আরো বক্তব্য রাখেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, এশিয়ান এইজের উপদেষ্টা সম্পাদক সেলিম ওমরাও খান, স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়সাল আহসান উল্লাহ, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তৌহিদুল হক ও ভারতের সাংস্কৃতিক সংগঠক নৃপেন অধিকারী প্রমুখ।
আনন্দবাজার/শাহী