কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছবি পাল্টিয়ে হতদরিদ্র এক বিধবা নারীর খাদ্য বান্ধব কর্মসুচীর ১০ টাকা কেজির রেশন কার্ডের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় চাল বঞ্চিত ওই নারী উপজেলা নির্বাহী অফিসারে বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে জানা গেছে, খাদ্য বান্ধব কর্মসুচীর আওতায় ১০ টাকা কেজির চালের রেশন কার্ডভুক্ত হন উপজেলার কাশিপুর ইউনিয়নের ৩নং অনন্তপুর ওয়ার্ডের মৃত আজাহার আলীর কন্যা হতদরিদ্র বিধবা নারী হাজরা বেগম (৫৫)। যাহার কার্ড নং ৪২৬ এবং জাতীয় পরিচয় নং ৯৫১৮। কিন্তু ইউপি সদস্য আবুল হোসেন ওই নারীকে কার্ড না দিয়ে তার ছবির স্থলে জনৈক ছকিনার ছবি সংযুক্ত করে সমুদয় চাল আত্মসাৎ করে আসছেন। কার্ডের জন্য হাজরা বেগম ইউপি সদস্যের বাড়ীতে একাধিক বার গেলেও তার নামে কার্ড হয়নি বলে জানানো হয়। পরে বাধ্য হয়ে আইনগত ব্যবস্থা এবং কার্ড ফেরত চেয়ে অভিযোগ করেন তিনি।
এ প্রসঙ্গে ইউপি সদস্য আবুল হোসেন জানান, হাজরার চাল আমি আত্মসাৎ করি নাই। হাজরার চাল তুলে ছকিনাকে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি খাদ্য নিয়ন্ত্রক তদন্ত করছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
আনন্দবাজার/শাহী/জাহাঙ্গীর