রোহিঙ্গাদের সহযোগিতার জন্য এবং বাংলাদেশকে করোনাভাইরাস এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাযন করতে সহায়তা হিসেবে ৪৭.৫ মিলিয়ন পাউন্ড নতুন সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব এক ঘোষণায় এ সহায়তার কথা জানান।
জানা গেছে, আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এই অতিরিক্ত সহায়তা মার্কিন, ইউকে, ইইউ এবং ইউএনসিএইচআর-এর যৌথ উদ্যোগে গৃহীত একটি ফান্ড গঠনের পরিপেক্ষিতে দেওয়া হয়েছে।
সেই সাথে ডমিনিক রাব রোহিঙ্গাদের দুর্দশা থেকে দূরে সরে না থাকার আহ্বান জানিয়েছেন সারা বিশ্বকে।
আনন্দবাজার/এইচ এস কে