দুর্গাপূজা উপলক্ষে বেনাপোলে চার দিন বন্ধ থাকবে আমদানি-রফতানির সকল কার্যক্রম। তবে ছুটিতে ভারতের পেট্রাপোল বন্দরের সাথে দেশের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল শুল্কভবন ও বন্দরে পণ্য খালাস ও বাংলাদেশ ভারতের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বেনাপোল শুল্কভবনের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন বলেন, কলকাতায় দুর্গাপূজার ছুটি থাকায় ২৩ অক্টোবর সকাল থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি-রফতানির সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে ওপারের কাস্টমস কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্টরা তাদের জানিয়েছেন। আগামী ২৭ অক্টোবর সকাল থেকে দুই দেশের মধ্যে পুনরায় আমদানি-রফতানি শুরু হবে বলে জানান তিনি।
তবে পূজার ছুটির কারণে উভয় বন্দরে পণ্যজট এবং অনেক শিল্পপ্রতিষ্ঠানে কাঁচামালের ব্যাপক সংকট দেখা দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
আনন্দবাজার/এইচ এস কে