ঢাকা | বৃহস্পতিবার
১৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাট চিনিকল আধুনিকায়নের দাবিতে বিক্ষোভ

জয়পুরহাট চিনিকলসহ সারাদেশের সবকটি চিনিকল বন্ধের পায়তারা প্রতিবাদ ও আধুনিকায়ন করার দাবি জানিয়ে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বাম গণতান্ত্রিক জোট।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় শহরের চিনিকল সড়ক থেকে বিক্ষোভ শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পাচুরমোড়ে সমাবেশ করে সংগঠনটি।

জেলা সিপিবি’র সাধারন সম্পাদক ও বাম জোটের সমন্বয়ক এম এ রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাসদের জেলা আহবায়ক ওয়াজেদ পারভেজ, সিপিবি নেতা দেওয়ান বদিউজ্জামান বদি, বাসদ সদস্য উৎপল দেবনাথ প্রমুখ।

বক্তারা বলেন, জয়পুরহাট চিনিকল জেলার আর্থিকভাবে উন্নয়নের একমাত্র পথ। চিনিকল বন্ধ করা হলে অনেক শ্রমিক অনাহারে দিন কাটাবে। কর্মসংস্থানের অভাবে জেলায় বেকারত্ব বাড়বে।চিনিকল বন্ধ করার চেষ্টা না করে, সেটিকে আধুনিকায়ন করার দাবি জানান বক্তারা।

তারা হুশিয়ারি জানিয়ে বলেন, জয়পুরহাট চিনিকল বন্ধ করে দেওয়া হলে গণ আন্দোলনের মধ্যদিয়ে জেলা অচল করে দেওয়া হবে।

আনন্দবাজার/শাহী/রিয়ন

সংবাদটি শেয়ার করুন