নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী শরিফ আহমেদ টুটুল। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুশরাত জাহান এ তথ্য জানান।
শাহ নুশরাত জাহান জানান, নির্বাচন অবাধ সুষ্ট ও নিরপেক্ষ হয়েছে। নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছে। বেসরকারীভাবে আওয়ামীলীগ প্রার্থী নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার জয় লাভ করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মাহবুবুর রহমান জানান, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোট গ্রহন সম্পূর্ণ হয়েছে। বেসরকারীভাবে ১০ হাজার ২৯১ ভোটের ব্যবধানে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগ প্রার্থী জয়লাভ করেছেন। নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার পেয়েছেন ১৭ হাজার ১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শরিফ আহমেদ টুটুল পেয়েছেন ৬ হাজার ৭২২ ভোট।
এছাড়াও সদেস্য পদে ১ নম্বর ওর্য়াডে সফিকুর রহমান, ২ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন স্বপন, ৩ নম্বর ওয়ার্ডে আরিফুর রহমান সাগর, ৪ নম্বর ওয়ার্ডে হাছিবুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডে আরিফ হোসেন, ৬ নম্বর ওয়ার্ডে জাকির হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে আয়নাল হোসেন, ৮ নম্বর ওয়ার্ডে আব্দুর রাজ্জাক সিকদার, ৯ নম্বর ওয়ার্ডে আজিজুল হক মালুম ও সংরক্ষিত মহিলা সদেস্য পদে ১. ২. ৩ নম্বর ওয়ার্ডে শিরিন আক্তার, ৪.৫.৬ নম্বর ওয়ার্ডে মাকসুদা বেগম এবং ৭.৮.৯ নম্বর ওয়ার্ডে নাছরিন আক্তার বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার লক্ষে পুলিশের পাশাপাশি ৬ জন ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের দায়িত্ব পালন করেছে। তারা হলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের (সহকারী কমিশনার) নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন খাঁন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আগ্নেয়াস্ত্র শাখা, ট্রেজারী শাখা) মেহেদী হাসান ফারুক, সিদ্ধিরগঞ্জ সার্কেল সহকারী কমিশনার (ভূমি) রেজা মো: গোলাম মাসুম প্রধান, সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা রাজস্ব সার্কেল মো: আজিজুর রহমান, আড়াইহাজার সহকারী কমিশনার (ভূমি) মো: উজ্জল হোসেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার আফিফা খাঁন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি.এম মোশারফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুভাস চন্দ্র সাহা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি- সাকেল) মাহিন ফরাজি নির্বাচনের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ভোট কেন্দ্রে ৯ টি মোবাইল টিম, ৪ টি স্ট্রাইকিং ফোর্স, র্যাব, বিজিবি, এপিবিএম দায়িত্ব পালন করে। মাঠে ছিলো র্যাবের আলাদা ২ টি টিম।
উল্লেখ্য, দাউদপুর ইউনিয়নে পুরুষ ভোটার ১৫ হাজার ৬শ ৫২ জন, মহিলা ভোটার ১৪ হাজার ৮শ ৯৮ জন এবং মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৫শ ৫০জন। দাউদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ২ জন, নয়টি ওয়ার্ডে মোট ৩৭ জন ইউপি সদস্য এবং ১১ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।
আনন্দবাজার/শাহী/ফয়সাল