খোরাকি ভাতাসহ কয়েক দফা দাবিতে বুধবার দেশজুড়ে ধর্মঘট করছে নৌযান ও লাইটার শ্রমিকরা।
বুধবার সকাল থেকে কর্ণফুলীর ১৬টি ঘাটে নোঙর করা আছে শত শত লাইটারেজ জাহাজ। অপরদিকে পণ্য খালাস বন্ধ থাকার কারণে সৃষ্টি হয়েছে অচলাবস্থা।
বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের ১১ দফা ও বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের ১৫ দফা দাবি মেনে না নেয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান নেতারা।
তাছাড়া মোংলা, নারায়ণগঞ্জ, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন নৌ ও সমুদ্রবন্দরে নৌযান বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।
আনন্দবাজার/এফআইবি