কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে নিজেদের হাসপাতাল বন্ধ করার কারণ জানিয়েছে মালয়েশিয়া সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ফ্রি মালয়েশিয়া টুডে (এফএমটি) বুধবার জানায়, পর্যাপ্ত রোগী না থাকায় মালয়েশিয়া সরকার ফিল্ড হাসপাতালটি নির্ধারিত সময়ের পূর্বে বন্ধ করে দিয়েছে।
মালয়েশিয়া ২০১৭ সালের শেষ দিকে রোহিঙ্গাদের জন্য কক্সবাজারে ক্যাম্পের বাইরে একটি হাসপাতাল করে। ২০২০ সালের মার্চে আবার এটি বন্ধ হয়ে যায়।
মালয়েশিয়া জানায়, ‘ক্যাম্পে বর্তমানে ছয়টি ফিল্ড হাসপাতাল রয়েছে। কয়েক বছরে রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা পাওয়ার সার্বিক সুযোগও বেড়েছে। তাদের হাতে এখন অনেক অপশন। এমনকি স্থানীয়রাও হাসপাতালটির ওপর তেমন নির্ভরশীল নয়।’
‘ফিল্ড হাসপাতাল তৈরির উদ্দেশ্য আমাদের অর্জন হয়েছে। এটি বন্ধ করার কারণে দুই দেশের সম্পর্কে কোনো অবনতি হবে না।’
আনন্দবাজার/এফআইবি